প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৪
কচুয়ায় লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান।। জরিমানা ৫০ হাজার টাকা

কচুয়ায় লাইসেন্সবিহীন এক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী এলাকায় একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি। তিনি জানান, লাইসেন্সবিহীন একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায়পূর্বক কাচা ইট পানিতে ভিজিয়ে ব্যবহার অনুপযোগী করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম চলমান থাকবে।
|আরো খবর
ছবি: কচুয়ার চাপাতলীতে লাইসেন্সবিহীন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন বাপ্পি দত্ত রনি।