শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১১

আজ ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন

সভাপতি পদে ২ ও সহ-সভাপতি পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে

মাহবুব আলম লাভলু
আজ ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন
সভাপতি প্রার্থী আব্দুল মান্নান লস্কর ও মো. কাউছারুল আবেদীন লিটন।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন অনুষ্ঠিত হবে। ছেংগারচর বাজার এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীদের পক্ষের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা চলে এসেছেন সর্বশেষ নির্বাচনী ক্যাম্পিং করতে। শেষ সময়ে যেনো আনন্দের বন্যা বইছে প্রার্থীদের লোকজনের মাঝে।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর (চেয়ার) ও মো. কাউছারুল আবেদীন লিটন (ছাতা), সহ-সভাপতি পদে মো. মিন্টু মিয়া (জিরাপ) ও মো. শাহআলম (বই) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বছর সভাপতি ও সহ-সভাপতি পদ ছাড়া বাকি পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা কাদের ভোট দিয়ে আগামীর নেতৃত্বের জন্য মনোনীত করবে সেই হিসাব-নিকাশ আজ ভোটের মাধ্যমে বোঝা যাবে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউআরসি ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম।

এই নির্বাচনে ভোটার সংখ্যা ৫৫৭। ভোটার ভোট দিয়ে কাদেরকে বিজয়ী করবে সেই জল্পনা-কল্পনার অবসান ঘটবে আজ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ছেংগারচর বাজারে গিয়ে দেখা যায়, পোস্টার, ব্যানারে পুরো বাজার এলাকা ছেয়ে আছে। প্রার্থীর পক্ষের লোকজন ব্যানার-পোস্টার লাগাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে ভোটের জন্য। এক কথায় বলা চলে যেনো বণিক সমিতির নির্বাচনকে ঘিরে ছেংগারচর বাজারে যেন আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে।

ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত থাকবেন। মাঠে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পর্যবেক্ষণে থাকবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে। তারা ২৪ ঘন্টা নির্বাচনী কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবু সাঈদ ও মানিক ফরাজী।

নির্বাচন কমিশনার পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থাকবে পর্যাপ্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়