শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মেহেদী হাসান
কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভাধীন হযরত শাহ্ নেয়ামত শাহ্ উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ হেলাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. এমদাদ উল্যাহসহ বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি এবং উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।

প্রথম খেলায় সাচার ইউনিয়ন একাদশকে ৭৪ রানের ব্যবধানে হারিয়ে গোহট দক্ষিণ ইউনিয়ন একাদশ পরবর্তী রাউন্ড নিশ্চিত করে। দ্বিতীয় খেলায় কচুয়া ছাত্র প্রতিনিধি একাদশ কচুয়া উত্তর ইউনিয়ন একাদশের বিপক্ষে ৯ উইকেটে জয়লাভ করে। আগামী বৃহস্পতিবার ফাইনাল খেলার মাধ্যমে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামবে বলে টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়