প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
অঙ্গীকার বন্ধু সংগঠনের ১২তম বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটি অনুমোদন
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম 'অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা'-এর আয়োজনে আগামী ৭ ফেব্রুয়ারি-২০২৫ খ্রি. শুক্রবার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রাক-প্রাথমিক [শিশু] ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মতলব দক্ষিণ উপজেলায় '১২তম বর্ণ প্রতিযোগিতা-২৫' অনুষ্ঠিত হবে।
উক্ত সৃজনশীল উদ্যোগ সুচারুরূপে সম্পন্ন করার লক্ষ্যে চলতি কার্যনির্বাহী পরিষদের অধীনে স্বল্প মেয়াদে সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-০৪-এর অনুচ্ছেদ-(খ) অধীন উপ-অনুচ্ছেদ-খ/১ অনুসরণ করে স্থায়ী পরিষদ ১০ জানুয়ারি, ২০২৫ খ্রি. তারিখে (সূত্র : অঙ্গীকার/স্থাপ/কার্যনিপ/২৫-১৯৫/২০২৫) ০৯ সদস্য বিশিষ্ট '১২তম বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটি (মতলব দক্ষিণ-২০২৫)' অনুমোদন করা হয়েছে । সংগঠনের কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক মাহিনুর ইসলাম বৃষ্টিকে উপ-কমিটির আহ্বায়ক এবং সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. কামরুল হাসানকে সদস্য সচিব, সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়ক যথাক্রমে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী ও সাধারণ সম্পাদক এ এস পলাশ। এছাড়া উপকমিটির যুগ্ম আহবায়ক হলেন সীমান্ত পাল, সদস্য যথাক্রমে সৈকত তালুকদার, মো. জিহাদুল ইসলাম, মাজেদা আক্তার নুসরাত, মো. তাহসিন মিয়াজী, শয়ন বর্মণ ও
মো. নোমান বকাউল। অতীতের ন্যায় এবারের আয়োজনেও স্থানীয় প্রশাসন, স্কুল, মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবক মহল ও সংগঠনের সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষীগণ সহযোগিতা অব্যাহত রেখে পাশে থাকবেন--এই প্রত্যাশা করেছেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আল আমিন মিয়াজী।উল্লেখ্য, শুদ্ধভাবে বাংলা ভাষা আত্মস্থ করতে ভাষা শিক্ষার প্রথম ধাপ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সঠিকভাবে সুন্দর হাতের লেখায় উপস্থাপন অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীদের এই প্রতিযোগিতায় মেধাক্রম অনুসারে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে কোনো ফি দিতে হয় না।