প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:৩৮
শিক্ষক নাসির উদ্দিনকে সংবর্ধিত করলো চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব
ইনোভেশন শোকেসিং ২০২৪-এ চাঁদপুর জেলার ৮টি উপজেলার সাথে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নাছির উদ্দিন খান। এ প্রতিযোগিতায় তিনি বিভাগীয় পর্যায়েও অংশগ্রহণ করেন। তার ইনোভেশন আইডিয়া ছিলো ‘বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও পাঠদানে পরিবেশ বন্ধু’। তাঁর এই কৃতিত্বের জন্যে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব তাঁকে সংবর্ধিত করে।
|আরো খবর
মো. নাছির উদ্দিন খান ২০১৮ সালের ৪ অক্টোবর চাকুরিতে যোগদান করেন। বর্তমানে তিনি ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তাঁর মূল বাড়ি ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া গ্রামে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ ফরিদগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন তিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়গণের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ ধন্যবাদ জানান চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. ডা. ইফতেখার আলম ও ক্লাব সংশ্লিষ্ট সকলের প্রতি।