প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:০৯
হাইমচরে উপজেলা পরিষদ বাউন্ডারি, গেইট ও তারুণ্যের মঞ্চ উদ্বোধন
হাইমচর উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, প্রবেশ গেইট ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষার পরিকল্পনায় নির্মাণ করা তারুণ্যের মঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) সকালে তিনি এসব স্থাপনার শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ মাস্টার, এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবদুছ ছালাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেন, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, উপজেলা এলজিইডি উপসহকারী প্রকৌশলী মো. আশিক আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার জুলফিকার হাসান মুরাদ।