বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:০৩

ফলোআপ

হাজীগঞ্জে আলী আকবর হত্যায় মামলা করেনি নিহতের পরিবার

কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে আলী আকবর (৬৫) নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশে কোনো অভিযোগ করা হয়নি। ঘটনার পর পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। আলী আকবরের মৃত্যুর পর তার পুত্র ইউসুফ আলী ও পুত্রবধূ মরিয়ম বেগম শিউলির বিরুদ্ধে অভিযোগ উঠে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না হলেও পুলিশ ইউডি মামলা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। ঘটনাটি ঘটে গত সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) বিকেলে হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের ইসমাঈল বেপারী বাড়িতে।

জানা যায়, নিহত আলী আকবরের ২ ছেলে ও ৪ মেয়ে। এর মধ্যে ২ মেয়ে বাবার বাড়িতে বাস করে আসছেন। এদিন বিকেলে শিমগাছ লাগানো নিয়ে বোন তাছলিমা, আকলিমার সাথে ভাই ইউসুফ ও ভাবী শিউলীর ঝগড়া হয়। এ সময় আলী আকবর ও মা রোকেয়া বেগম ঘর থেকে বের হয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ছেলে ইউসুফ ও ছেলের স্ত্রী শিউলীর মারধরের শিকার হন বাবা আলী আকবর। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যুর হয়।

এ বিষয়ে ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা অসুস্থ। তিনি স্ট্রোক করে মারা গেছেন। আমার সাথে বোনের সাথে ঝগড়া-বিবাদ ও হাতাহাতি হয়েছে। বাবার সাথে কোনো ঘটনা ঘটেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়