প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২১:৫৬
হাজীগঞ্জে জেলা প্রশাসকের দিনভর ভবন ও প্রশিক্ষণের উদ্বোধনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
রোল নম্বর বড়ো কথা না, মেধাবী হওয়াই বড়ো কথা : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
ক্লাসে রোল নম্বর বড়ো কথা না, মেধাবী হওয়াটাই বড়ো কথা। তোমরা মেধাবী হও। হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় তিনি বলেন, বিদ্যালয়ের ফলাফল ও এক্সট্রা কারিকুলাম সন্তোষজনক। তবে অল্পতে সন্তুষ্ট হওয়া যাবে না। আমাদের বড়ো প্রত্যাশা থাকতে হবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি আমাদেরকে মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। তাহলে অল্পসংখ্যক নয়, সবাই ভালো কিছু করতে পারবে। যোগ্যতা অনুযায়ী মেধার বিকাশ ঘটবে। বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারবে। বিষয়টির প্রতি মনোযোগী হলে, আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত হতে পারবো। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫) দিনভর হাজীগঞ্জে বিভিন্ন কাজের মধ্যে এদিন সকাল ১০টায় তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতলা নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এরপরে তিনি বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এদিন দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন, বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন, উপজেলার অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। বিকেলে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নারীদের জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন নারী সেলাই মেশিন ব্যবহার করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে তিনি তার পরিবারের সদস্যদের জন্য কাপড় সেলাই করতে পারবেন। এতে পারিবারিকভাবে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে। জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানুসহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস প্রমুখ।