প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩
মহান বিজয় দিবসে পুলিশ সুপারের শ্রদ্ধা
দেশের জন্যে জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘মহান বিজয় দিবস-২০২৪’ পালন করেছে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ০৬ টা ৩২ মিনিটে হাসান আলী সরকারি হাই স্কুলের সামনে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার' পাদদেশে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
|আরো খবর
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর ডিআইও-১ জেলা বিশেষ শাখা, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আর আই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।