প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৫:২০
দারুন নুর ইসলামিয়া মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কেতুয়া গ্রামের দারুন নুর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল ৯ টা থেকে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব নুর খান স্যারের বাড়ির সম্মুখস্থ দারুন নুর ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
|আরো খবর
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুর খান।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এন্ড পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার নূর হোসাইন বান্না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনিস্টিক সেন্টারের এমডি শাহ জামাল গাজী (সোহাগ), পরিচালক (এডমিন) বাবুল মোল্লা, স্টাফ মো. রিয়াজুর রহমান, আমিনুল ইসলাম, মো. হৃদয় ও মো. সাগর। স্থানীয় প্রতিনিধির মধ্যে ছিলেন মো. কামাল খান, মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলো মেডিনোভা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, দোহা প্লাজা, স্টেডিয়াম রোড, চাঁদপুর।