প্রকাশ : ০৪ মে ২০২৫, ১৮:১৩
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ফ্রী মেডিকেল ক্যাম্প
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ফ্রী মেডিকেল ক্যাম্প

চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ফ্রী মেডিকেল ক্যাম্প
|আরো খবর
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প এবং অপুষ্টিজনিত শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার (১ মে ২০২৫) চাঁদপুর শহরের ইচলী গুচ্ছ গ্রামে ক্লাব প্রতিষ্ঠিত মধ্য ইচলী আদর্শ স্কুলে এ কর্মসূচি পালিত হয়। ৭ জন অভিজ্ঞ চিকিৎসক ওই দিন ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। একই সাথে তাদেরকে বেশ কয়েক প্রকার ঔষধ দেয়া হয়।
এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ক্লাব প্রেসিডেন্ট রোটা. ডা. ইফতেখার উল আলম, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক রোটা. ডা. সাইফুল ইসলাম সোহেল, রোটা. পিপি ডা. বিশ্বনাথ পোদ্দার, রোটা. ডা. পীযুষ সাহা, ডা. মো. হানিফুর রহমান, ডা. জাকিয়া তাসনিম মিম ও ডা. মোস্তফা শাহরিয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাব ফ্যাসিলিটেটর রোটা. পিপি শেখ মনির হোসেন বাবুল, রোটা. পিপি আব্দুল বারী জমাদার মানিক, রোটা. পিপি ইঞ্জি. আলমগীর পাটওয়ারী, রোটা. পিপি মাকসুদুর রহমান, ক্লাব সেক্রেটারী রোটা. আবু ইউসুফ তালুকদার মানিক, রোটা. কামাল হোসেন, রোটা. আমিনউল্লাহ শেখ, রোটা. গিয়াসউদ্দিন মিলন, রোটা. তাপস কুন্ড কানাই, রোটা. নেপাল সাহা প্রমুখ।