শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২১:১৮

ফরিদগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বর্ধিত সভা

যখন যে সরকার আসে আমাদের ব্যবহার করতে চায় : অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার

যখন যে সরকার আসে আমাদের ব্যবহার করতে চায় : অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার
শুক্রবার ফরিদগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিজয়া সম্মিলনী ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার।
ফরিদগঞ্জ ব্যুরো

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনী ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ কেন্দ্রীয় মন্দির শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার সভাপতি ডা. পরেশ চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। শান্তিপূর্ণভাবে আমরা সনাতনীরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই মাতৃভূমিতে থাকতে চাই এবং থাকবো। যখন যেই সরকার আসে তারাই আমাদের ব্যবহার করতে চায়। আমরা আর সেই পথে হাঁটবো না। আমরা আমাদের অধিকার আদায়ে নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এ পর্যন্ত গত তিন দশকে সনাতন সম্প্রদায়ের ওপর যতো হামলাসহ সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, তার একটারও সুষ্ঠু বিচার হয়নি। সকলেই লোক দেখানো কাজ করে। আমরা কারো দলদাস নই। আজকের এই সভায় আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দেশের প্রতিটি অর্জনের সাথে আমাদের অবদান রয়েছে। তাই আসুন, আমরা সকলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে থাকি এবং অধিকার আদায় করি।

ফরিদগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক তপন চন্দ্র মজুমদারের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি অজিত সাহা, জয়রাম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ কর্মকার, নির্মল রায়, সুশীল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন দাস, উপজেলা শাখার সাবেক সভাপতি হিতেশ শর্মা, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, সদস্য পরেশ দাস, প্রবীর চক্রবর্তী, রাজন চন্দ্র দে, পংকজ শর্মা, গোপাল দেবনাথ, কৃষ্ণ কমল দাস, প্রদীপ দাস সাগর প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়