শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৯:৩৮

রাতে মূল সড়ক যেনো বাস স্টপেজ।। ঘটছে দুর্ঘটনা

সোহাঈদ খান জিয়া
রাতে মূল সড়ক যেনো বাস স্টপেজ।। ঘটছে দুর্ঘটনা
চাঁদপুর বাস স্ট্যান্ড মসজিদ ও বিষ্ণুদী রোডের মাথায় এভাবে সড়কের ওপর রাতের বেলা যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে রাখা হয়

চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাতের চিত্র থাকে খুবই বিশৃঙ্খল অবস্থায়। এখানে মূল সড়ক পুরোটাই যেনো বাস স্টপেজ। ইলিশ চত্বর থেকে সড়ক ভবনের সামনে পর্যন্ত রাস্তার দুপাশে এলোমেলোভাবে বাস স্টপেজ করে রাখা হয়। ফলে যেমন যানজট সৃষ্টি হয়, তেমনি দুর্ঘটনাও ঘটে। ভুক্তভোগীরা এমন অভিযোগ করেন।

ভুক্তভোগী জনগণ জানান, রাত ৮টার পর থেকে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা যাত্রীবাহী বাসের দখলে চলে যায়। ইলিশ চত্বরের পর স্টেডিয়াম গেইটের সামনে দুপাশে রাস্তার উপর, ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার ওপর, সিএনজি ফিলিং স্টেশনের সামনে এবং সড়ক ভবনের সামনে দুপাশে রাস্তার ওপর যাত্রীবাহী বাস স্টপেজ করে রাখা হয়। সারারাত এভাবেই বাসগুলো সেখানে স্টপেজ করে রাখা হয়। অথচ স্বর্ণখোলা রোডসহ বাসস্ট্যান্ডের ভেতরটা থাকে পুরো ফাঁকা।

জানা গেছে, পরের দিনের সিরিয়াল ধরার জন্যে এভাবে মূল সড়ক দখল করে রাখা হয়। এভাবে সড়ক দখল করে থাকায় যানজট সৃষ্টি হয় এবং সড়কে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। শুধু তাই নয়, সড়কের দুপাশে বাস দাঁড়িয়ে থাকায় মাঝ সড়ক দিয়ে অন্যান্য যানবাহন পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। শহরে প্রবেশের প্রধান সড়কে সন্ধ্যার পর পরই এমন বিশৃঙ্খল পরিবেশ জনগণকে ভোগান্তিতে ফেলে।

এ ব্যাপারে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল, সোহাগ, শরীফ ও মুরাদ জানান, সিএনজি পাম্প ও পুরানো বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর যাত্রীবাহী বাস স্টপেজ করে রাখার কারণে রাতের বেলা দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি বলেন, বাস টার্মিনালে কিছু কাজ বাকি আছে। সেই কাজ হয়ে গেলে সকল যাত্রীবাহী বাস টার্মিনালে চলে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়