শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৯:৩২

এমফিল ডিগ্রি অর্জন করায় সংবর্ধিত হলেন মাও. মোশাররফ হোসাইন

গোলাম মোস্তফা
এমফিল ডিগ্রি অর্জন করায়  সংবর্ধিত হলেন   মাও. মোশাররফ হোসাইন
সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেটসহ অতিথিদের সাথে মাও. মোশাররফ হোসাইন

দেশের সকল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের পেশাগত দাবি আদায়ে একমাত্র পুরানো ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীনের আয়োজনে প্রথমবারের মতো

আলিয়া মাদ্রাসার শিক্ষকদের মধ্যে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলার একমাত্র এমফিল ডিগ্রিধারী শিক্ষক হিসেবে সংবর্ধিত হয়েছেন বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোঃ মোশারফ হোসাইন।

গত ২১ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মতো এমন বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দীনের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. শাহনেওয়াজ দিলরুবা খান, জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ মোমতাজী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ মুহা. শরাফত আলী, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখম আবুবকর সিদ্দীক, শাইখুল হাদিস মাওলানা আব্দুল লতিফ শেখ, অধ্যক্ষ মাওলানা মনোয়ার আলী, ড. মাওলানা মোর্শেদ আলম ছালেহী, অধ্যক্ষ মাওলানা এজহারুল হক, ড. মাওলানা ইদ্রিস খান, অধ্যক্ষ ড. মাওলানা আব্দুল বাতেন, ড. মাওলানা ইবরাহীম আনোয়ারী ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার হোসেন মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের আলিয়া মাদ্রাসা অঙ্গনের পিএইচডি ও এমফিল ডিগ্রিধারী শিক্ষক-শিক্ষিকা ও জমিয়াতুল মোদার্রেছীনের জাতীয় নির্বাহী কমিটি, দেশের সকল জেলা, উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ।

সংগঠন সূত্রে জানা যায়, দেশের সকল মাদ্রাসায় কর্মরত ১৩১জন পিএইচডি ও ৭৫জন এমফিল ডিগ্রি অর্জনকারী শিক্ষক-শিক্ষিকাকে এই প্রথমবারের উক্ত সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করে এ অঙ্গনের শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদেরকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, মাওলানা মোশাররফ হোসাইন চাঁদপুর শহরের কালেক্টরেট জামে মসজিদের খতিব, দেশের অন্যতম তরিকতভিত্তিক সংগঠন জমইয়াতে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার দ্বীনিয়া সম্পাদক ও আইম্মায়ে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়া তিনি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও বিএমটিটিআই-এর মাধ্যমে পরিচালিত অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের মাস্টার ট্রেইনার হিসেবে ২০১৯ সাল থেকে অদ্যাবধি কর্মরত।

মাওলানা মোশাররফ হোসাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরবি সাহিত্যের ওপর এমফিল ডিগ্রি অর্জন করে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্যে অধ্যয়নরত রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়