প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:৩০
ঢাকা-চাঁদপুর দূরপাল্লার সাঁতারে তিন সাঁতারুর সাফল্যের আজ ২৫ বছরপূর্তি
চাঁদপুরের তিন কৃতী সাঁতারুর বিরল সাফল্যের আজ ২৫ বছরপূর্তি। ১৯৯৯ সালের ১৯ নভেম্বর ঢাকার মেরী অ্যান্ডারসন থেকে দূরপাল্লার সাঁতারে অংশ নিয়ে অবিরাম সাঁতার কেটে তাঁরা চাঁদপুরে আসেন। এ তিন সাঁতারু হচ্ছেন : একেএম বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা ছানাউল্লা খান ও রোকন ভূঁইয়া। তাঁরা ২৫ ঘণ্টায় ৭০ কিলোমিটার নদীপথে সাঁতার কেটে চাঁদপুরে এসে পৌঁছেন। চাঁদপুরের সাঁতারকে বাঁচাতে ও ঐতিহ্য ধরে রাখতে বার বার দূরপাল্লার সাঁতার ও অবিরাম সাঁতার আয়োজনের প্রয়োজনীয়তা আছে বলে ক্রীড়াবোদ্ধা ও ক্রীড়ামোদীরা মনে করেন।
|আরো খবর
সাঁতারু ছানাউল্লা খান বলেন, এখন দূরপাল্লার সাঁতার বন্ধ হয়ে গেছে। ১৯৯৯ সালের পর ঢাকা-চাঁদপুর দূরপাল্লার সাঁতার আর হয়নি। এ সাঁতারকে টিকিয়ে রাখতে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের এগিয়ে আসা প্রয়োজন।