শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৫:০৫

বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতনের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতনের ইন্তেকাল
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যপক, মুক্তিযুদ্ধের বলিষ্ঠ সংগঠক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন রতন (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার (১৬ নভেম্বর ২০২৪) সকাল ১০ টার দিকে তিনি হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা পাটোয়ারী বাড়ির মরহুম ওবায়েদুর রহমানের সন্তান। 

তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শনিবার বাদ আসর হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে ও বাদ মাগরিব মরহুমের নিজ গ্রাম সেন্দ্রা পাটোয়ারী বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁর দাফন করার কথা রয়েছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়