শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু

অন্যের কাজ করতে গিয়ে তাল গাছ থেকে পড়ে মো. মেহেদী হাসান (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে গত সোমবার (১১ নভেম্বর) তিনি মারাত্মক আহত হন। মেহেদী হাছান হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়নের হারিছ মহল তালুকদার বাড়ির মহসিনের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে অন্যের কাজ করতে তাল গাছে উঠেন। সেখানে ডাল কাটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে মাটিতে পড়ে যান। এ সময় তাল গাছের নিচে নির্মাণাধীন টয়লেটের রডে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় শারীরিক অবস্থার অবনতি হলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান। এ ঘটনায় নিহতের পরিবার ও নিকট আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া দাফনের জন্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করেছেন। ওই আবেদন অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়