শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৩৪

প্রেমের অভিনয়ে প্রবাসীর ১৭ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

ফরিদগঞ্জ ব্যুরো।।

কাজের সূত্র ধরে পরিচয়, পরে প্রেম। এই প্রেমকে শুভ পরিণয়ে রূপ দিতে অর্থাৎ ঘরবাঁধার স্বপ্ন পূরণ করতে হলে প্রেমিককে স্বাবলম্বী হতে হবে। তাই তো প্রেমিক উপার্জনের জন্যে প্রবাসে পাড়ি জমায়। প্রবাসে চলে গেলেও সম্পর্কের খাতিরে সাড়ে চার বছরে ১৭ লক্ষাধিক টাকা প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেয় প্রেমিকা। কিন্তু প্রেমিক কি জানতো তার ভালোবাসার মানুষটা তার সাথে এমন প্রতারণা করবে! কিন্তু তা-ই হলো। নিরূপায় হয়ে প্রেমিকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করলেন প্রেমিক। পুলিশ মামলা গ্রহণ করে প্রেমিকা ও তার স্বামীকে আটক করে আদালতে পাঠিয়েছে। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার।

জানা গেছে, চাঁদপুরের একটি জুট মিলে একসাথে কাজের সূত্র ধরে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার মিরপুর গ্রামের আরাফাত হোসেন এবং মুন্সিগঞ্জ জেলার শ্রাবণি আক্তার মারিয়া ওরফে সমাপ্তির সাথে। এক পর্যায়ে আয়ের খোঁজে সৌদি আরবে পাড়ি জমায় আরাফাত। তবে মুঠোফোনে তাদের সম্পর্ক চলতে থাকে। ঘরবাঁধার স্বপ্ন থেকে আরাফাত সমাপ্তির কাছে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে জমি ক্রয়ের জন্যে ২০২০ সাল থেকে প্রায় সাড়ে ১৪ লক্ষ টাকা পাঠায়। কিন্তু সমাপ্তি আরাফাতের সাথে সম্পর্ক মৌখিকভাবে ধরে রাখলেও এরই মধ্যে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের এরশাদ প্রকাশ আশুর সাথে বিয়ের পিঁড়িতে বসে। সাড়ে চার বছর বিদেশে থাকার পর গত ২৬ অক্টোবর প্রবাস থেকে ফিরে আসে আরাফাত। অন্যদিকে জমি রেজিস্ট্রির নাম করে আরাফাতের কাছে সমাপ্তি আরো ৩ লাখ টাকা দাবি করে এবং গত ২৮ অক্টোবর বাড়িতে এসে টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এক পর্যায়ে আরাফাত খোঁজ খবর নিয়ে সমাপ্তির প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ শ্রাবণি আক্তার মারিয়া ওরফে সমাপ্তি ও তার স্বামী এরশাদ প্রকাশ আশুকে আটক করে আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে প্রবাসী আরাফাত জানান, প্রেমের অভিনয় করে তার গত সাড়ে চার বছরে আয় করা প্রায় সাড়ে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক সমাপ্তি। তিনি তার টাকা উদ্ধার ও তাদের বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত সমাপ্তি জানান, আরাফাত তাকে বোন হিসেবে গত ৩ বছর ধরে খরচ পাঠাতো। সর্বশেষ জায়গা কেনার নাম করে তার কাছ থেকে টাকা দাবি করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার বলেন, আরাফাত ও সমাপ্তির এক অপরের সাথে সম্পর্ক রয়েছে। আরাফাত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের করলে অভিযুক্ত দুজনকে আটক করে বুধবার চাঁদপুর আদালত পাঠিয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়