প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৩:০৯
নিরাপদ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে চাঁদপুরে গোলটেবিল বৈঠক
চাঁদপুরে নিরাপদ নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদযাপনে স্থানীয় কর্তৃপক্ষের সাথে জননিরাপত্তা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) ও নাগরিক সমাজের উদ্যোগে সোমবার বিকেলে একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘জননিরাপত্তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আসন্ন দুর্গাপূজা উৎসব যেনো নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে সেজন্যে প্রশাসনিক তদারকি ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এতে জেলার নাগরিক সমাজের প্রতিনিধি, যুব সংগঠন প্রতিনিধি এবং বিএনপি, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউকেএইড-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল পরিচালিত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল একাউন্টিবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেস) প্রকল্প এই উদ্যোগে সহায়তা করেছে। এই সভার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করা হয়। একই সাথে দায়িত্বশীল কর্তৃপক্ষকে এ বিষয়ে সার্বিক সহায়তা প্রদান ও সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব পালনের নিশ্চয়তা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, চাঁদপুর জেলার সভাপতি মুনির চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, চাঁদপুর জেলার সহ-সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, পিপি অ্যাডঃ কোহিনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, গণঅধিকার, চাঁদপুর জেলার সামিউল, জাকির হোসেন, চাঁদপুর ডিবেট মুভমেন্টের সাধারণ সম্পাদক বাসেদ আহমেদ, তারুণ্যের অগ্রদূতের সাধারণ সম্পাদক তাহমিনা বুনন ও পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, কুমিল্লা অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক আবুল বাশার।