শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৯

হাজীগঞ্জে বন্যার্তদের সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, বীজ ও নগদ অর্থ বিতরন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বন্যার্তদের সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী, বীজ ও নগদ অর্থ  বিতরন

চাঁদপুরে সেনাবাহিনী কর্তৃক হাজীগঞ্জের গন্ধর্বপুর দক্ষিন ইউনিয়নে বন্যার্তদের মাঝে টেউটিন, রবি শস্যের বীজ ও নগদ অর্থ বিতরন করেছে। চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে সেনাবাহিনী শনিবার (২৮ সেপ্টেম্বর) উক্ত ইউনিয়নের মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে এই ঢেউটিন, রবি শস্য বীজ ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করে।

উক্ত কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (ভারপ্রাপ্ত অধিনায়ক, ২১ বীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নাসির প্রমূখ।

উল্লেখ্য হাজীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে হাজিগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন করা হচ্ছে। চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, রবি শস্য বীজ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়