প্রকাশ : ২৮ জুন ২০২১, ১৯:০৭
ইলিশ সম্পদ ব্যবস্থাপনা ও বাস্তবায়নে জেলেদের আর্থ-সামাজিক অবস্থার প্রভাব বিষয়ক প্রশিক্ষণ শুরু
চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ ২৮ জুন থেকে তিন দিনব্যাপী ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনা ও বাস্তবায়নে জেলেদের আর্থ সামাজিক অবস্থার প্রভাব’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এ কর্মশালার উদ্বোধন করেন গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ আবুল বাসার, অতিথির বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশ্রাফুল আলম, উপ-পরিচালক ড. আবদুর রাজ্জাক, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুনর রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ফ্লোরা।
এ প্রশিক্ষণে চাঁদপুর ও হাইমচর উপজেলা থেকে ২৫ জন জেলে ও মৎস্যজীবী অংশগ্রহণ করেন।