বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ জুন ২০২১, ১৬:০৭

ফরিদগঞ্জে ট্রাকে পিষ্ট হয়ে অটোরিক্সা চালকের মৃত্যু

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে ট্রাকে পিষ্ট হয়ে অটোরিক্সা চালকের মৃত্যু
ছবিতে অটোরিক্সা, যেটি চাপা দিয়ে ঘাতক ট্রাক পালিয়ে যায়

ফরিদগঞ্জে ট্রাক চাপায় পিষ্ট হয়ে মজিবুর রহমান নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। নিহত মজিবুর রহমান পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার ফকিরপুর গ্রামের আবুল বাসারের ছেলে। এ ঘটনায় অপর এক সিএনজি-অটোরিক্সাচালকসহ আরো দুইজন আহত হয়। আজ ২৮ জুন সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ক্ষতিগ্রস্ত একটি সিএনজি-অটোরিক্সা উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যায়।

স্থানাীয় লোকজন জানান, আজ ২৮ জুন সোমবার ভোর সাড়ে ১১টার দিকে চাঁদপুর- লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় নিহত মজিবুর রহমান তার সিএনজি-অটোরিক্সাটি রেখে পাশেই দাড়িয়ে যাত্রীর জন্য অপেক্ষারত ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চট্র মেট্রো-১১-০৭৮৯)টি মজিবুর রহমানকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চাঁদপুর নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় অপর এক সিএনজি-অটোরিক্সা চালক লিটন (৪৪) ও সাইফুল ইসলাম (৩৮) নামে এক যাত্রী আহত হয়েছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে, চালক পালিয়ে যায়। পরবর্তী আইনী প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়