প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ২২:৪৯
ফরিদগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও আর্থিক অনুদান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারদের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদানের আংশ হিসেবে আজ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ও সুবিদপুর ইউনিয়নের কৃতী সন্তান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ শাহাদাত হোসেন, মানিক হোসেন ও আমির হোসেনের কবর জিয়ারত, পরিবারদের প্রতি সহানুভূতি ও আর্থিক অনুদান প্রদান করেন মানবতার সেবক, সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ।
|আরো খবর
শনিবার দুপুরের পরে তিনি ৩নং সুবিদপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের শহীদ আমির হোসেনের কবর, ২নং বালিথুবা ইউনিয়নে শহীদ শাহাদাত ও শহিদ মানিকের বাড়িতে গিয়ে তাদের কবর জিয়ারত করেন এবং পরিবারদের সাথে কথা বলে সহানুভূতি প্রকাশ করেন ও আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় লায়ন হারুন আর রশিদ ছাড়াও তার সাথে সপর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাবুল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান টিপু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সেলিম রাড়ি, সাধারণ সম্পাদক হারুন পাঠান, ২ নং বালিথুবা ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইকবাল লিটন, সাংগঠনিক সম্পাদক কবির পাটোয়ারী, ৩ নং সুবিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান আশু, বিএনপি নেতা মাসুদ, জেলা যুবদলের নেতা হাসান পাটোয়ারী, স্বেচ্ছাসেব দলের নেতা জামাল বেপারী, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, যুবদলের নেতা পেয়ার আহমেদ, ওসমান গনি, রুহুল আমিন, মাসুদ মিয়াজী, ফারুক আহমেদ, ইয়ার মুনসিসহ আরও অনেকে।