মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫

চাঁদখার বাজারে সড়ক দুর্ঘটনায় আরেকজন নিহত : শ্রমিকদের বিক্ষোভ (ভিডিও দেখুন)

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজারের সড়ক দুর্ঘটনায় আরেকজন বাস ড্রাইভার নিহত হয়েছেন। এনিয়ে গতকালের ৯ মাসের শিশুসহ মৃতের সংখ্যা ২ জনে দাঁড়ালো।

গতকাল ৫ সেপ্টেম্বর রবিবার চাঁদপুর সদর উপজেলা চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় ও জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ঢাকা মেট্রো ব- ১৪-১৩১১ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ৯ মাসের শিশু মারা যায় ও ড্রাইভার সহ ৫ জন মারাত্মক জখম হয়।

গতকাল রবিবার চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত ৫ জনকে ভর্তির পর অবস্থার অবনতি হলে আহত ড্রাইভার মোঃ মিজান মোল্লা (৩৫)কে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। সেখানেই ড্রাইভার মোঃ মিজান মোল্লা রাত ১০ টা ২৫ মিনিটে মারা যায় বলে তার ভাতিজা মোঃ আবুল কালাম আজাদ রুবেল জানায়। নিহত ড্রাইভার মোঃ মিজান মোল্লা সদর উপজেলা পৌর ১৩নং ওয়ার্ডের টেকনিক্যালস্থ মোল্লা বাড়ির মোঃ ফজল মোল্লার ছেলে। নিহত ড্রাইভারকে আজ সকালে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়।

এদিকে চাঁদখার বাজারের দুর্ঘটনায় বাস ড্রাইভার নিহত হওয়ার ঘটনায় শ্রমিক ইউনিয়ন থেকে কোন ধরনের খোঁজ খবর এবং চিকিৎসা বা কোন অনুদানের ব্যবস্থা করা হয়নি বলে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করেছেন বাস ড্রাইভার শ্রমিকরা। এ বিষয়ে চাঁদপুর জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি মোঃ বাবুল মিজির সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়