রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২১:২১

চাঁদনী ট্রেডিং ও আরিয়ান ফুডকে ১৮ হাজার টাকা জরিমানা

বাবুরহাট বিসিকে বিএসটিআই ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

বাবুরহাট বিসিকে  বিএসটিআই ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান
স্টাফ রিপোর্টার

জেলা প্রশাসন চাঁদপুর , বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর এর যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) শহরের বাবুরহাটে বিসিক শিল্পনগরীতে চাঁদপুর উক্ত মোবাইল কোর্ট অভিযান করা হয়।

এসময় বিএসটিআই হতে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে প্যাকেজ ড্রিংকিং ওয়াটার পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স চাঁদনী ট্রেডিং, বিসিক শিল্পনগরী ,সদর, চাঁদপুর কে বিএসটিআই আইন -২০১৮ এ ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বিএসটিআই হতে গুণগত মান পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে টমেটো সস পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স আরিয়ান ফুড প্রোডাক্ট, বিসিক শিল্পনগরী ,সদর , চাঁদপুর কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৮,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসন চাঁদপুর এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর সহকারী পরিচালক নুর হোসেন,বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রলজি) ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়