প্রকাশ : ১০ মে ২০২৪, ২১:১৯
আইয়ুব আলী বেপারীর সমর্থনে জেলা ছাত্রলীগের নির্বাচনী সভা
আশা করছি ২১ মে সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করবো
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর দোয়াত কলম মার্কার সমর্থনে শহরে নির্বাচনী সভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে চাঁদপুর জেলা ছাত্রলীগ।
১০ মে শুক্রবার বিকেলে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে (রসুইঘর) প্রথমে দোয়াত কলম মার্কার সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।সভায় চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী বলেন,আশা করছি আগামী ২১ তারিখ আমি সর্বোচ্চ ভোট পেয়ে জয় লাভ করবো। কারণ আমি কারো ক্ষতি করিনি।আমি গত নির্বাচনে এই উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।কিন্তু ভাইস চেয়ারম্যানের ক্ষমতা খুবই সীমিত। তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার।
তিনি বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদের নিয়েই আগামী দিনে এই উপজেলাকে এগিয়ে নিয়ে যাবো।আমার একার পক্ষে সবার কাছে এই কয় দিনে পৌঁছানো সম্ভব নয়।আপনারা সবাই এক একজন আইয়ুব আলী বেপারী হয়ে মানুষের কাছে যেতে হবে।আজ থেকেই আপনাদের মাঠে নেমে যেতে হবে।প্রতিটি কেন্দ্রে কেন্দ্র কমিটি গঠন করতে হবে।
সভার সভাপ্রধানের বক্তব্যে
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ২১ তারিখ নির্বাচনে চাঁদপুর জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী এবং তাদের পরিবারের প্রতিটি সদস্য দোয়াত কলম মার্কায় ভোট দিবে।আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপার ভালবাসার ছাত্রলীগ দোয়াত কলমকে জয়যুক্ত করে ঘরে ফিরবে ইনশাল্লাহ।
জেলা ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের প্রতি অনুরোধ আমরা দোয়াত কলম প্রতিকের সমর্থনে নির্বাচনে কাজ করবো।
জেলা ছাত্রলীগের
সহ-সভাপতি অপু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র লীগের সহ-সভাপতি রিয়াজ হাসান পাবেল,হারুনুর রশীদ মুন্না,দেলোয়ার হোসেন সুমন,আল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বিপ্লব প্রচার সম্পাদক শাহজালাল রাজু,সাংগঠনিক সম্পাদক হৃদয় চৌধুরী , দপ্তর সম্পাদক মেহেদী হাসান, গ্রন্থানাগার ও পাঠাগার সম্পাদক আরিফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রানা,কৃষি বিষয়ক সম্পাদক রায়হান হোসেন রনি, চাঁসক ছাত্র লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাব্বি, তথ্য ও গবেষণা সম্পাদক মহিউদ্দিন সবুজ,পরিবেশ সম্পাদক ইমরান ইমু,সহ সম্পাদক খালেদ হোসেন তপু,আপ্যায়ন সম্পাদক মিঠু হাসান, পৌর ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক অনিক আহমেদ, আরাফাত সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নির্বাচনী সভা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারীর সমর্থনে এবং তাঁর পক্ষে ভোট চেয়ে শহর এলাকায়
গণসংযোগ ও দোয়াত কলম মার্কার লিফলেট বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।