প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০২:১৬
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা
'সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন ' এ প্রতিপাদ্য নিয়ে
|আরো খবর
চাঁদপুর জেলার সদর উপজেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল চাঁদপুর জেলার সদর উপজেলায় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
স্থানীয় সরকার বিভাগের চাঁদপুর জেলার উপ-পরিচালক
অপর্ণা বৈদ্যর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।
সভায় চাঁদপুর জেলার সকল পৌর নির্বাহী কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদ সচিব, সকল পৌর ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনগণকে সম্যকভাবে অবহিত এবং নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন স্কীমে সর্বাধিক সংখ্যক জনসাধারণকে নিবন্ধিত হবার জন্য আহ্বান জানান।
সেই লক্ষ্য অর্জনে বিভিন্ন পর্যায়ে সভা-সমাবেশ, র্যালি, উদ্বুদ্ধকরণ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি সকলকে সম্পৃক্তকরে দেশকে কল্যাণ রাষ্ট্রে উন্নীত করার এ মহাপরিকল্পনায় সামীল হবার জন্যও আমন্ত্রণ জানানো হয়।