প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:৩৮
বাকিলায় সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে অবহিতকরণ সভা
হাজীগঞ্জের বাকিলায় সরকারের সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হযেছে। ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাকিলা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), রিফাত জাহান, অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা যুবলী লীগের যুগ্ন আহবায়ক নাহিদুল ইসলাম সোহেল, বোরখাল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি হাবিবুর রহমান লিটন, শ্রীপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তফা কামাল মজুমদার, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের সাবেক শিক্ষক বিমল দাস।
ইউপি সদস্য আবুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসাযী বেলাযেত হোসেন দুলাল, শরীফুল ইসলাম মিজি, নাজমুল আহসান নয়ন, জেলা ছাত্রলীগনেতা রকিবুল ইসরাম রাকিব, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম নজু, ইউপি সদস্য ইয়াসিন শেখ, সাবেক শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবু তাহের প্রমুখ।
এ সময় ইউপি সদস্যগন, বাকিলা বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পেনশন স্কীম নিয়ে ব্যাপক আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তাপন শীল, বাকিলা এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ তাপস শীল।