প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১৬:০৫
ফরিদগঞ্জের কড়ৈতলীতে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী দিলো ‘সেবার আলো’
ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলীতে পিছিয়ে পড়া ৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে ‘সেবার আলো’ নামে নতুন এক সংগঠন। এই কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের পথ চলা শুরু হলো। ২০জন তরুণ ছাত্র ও উদ্যোক্তা একত্রিত হয়ে গায়ের অসহায়দের সহযোগিতার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করে। তাদের মধ্যে অন্যতম হলেন- মাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম হৃদয়, তারেক মুনাওয়ার, ফরিদুল ইসলাম, রাশেদুল ইসলাম, মো. হোসাইন, মো. মুজাহিদুল ইসলাম, মাহবুব হাসান, মিরাজ সর্দ্দার, আল আমিন সর্দ্দার, আসিফ ভূঁইয়া প্রমূখ।
তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো, অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো। যেকোনো সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে সহযোগিত করা, যা হবে সাধারণ মানুষের কল্যাণে। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাহিদুল ইসলাম বলেন, আমরা ২০ জন মিলে ইফতারি ও ঈদ সামগ্রী প্রদানের মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠা করি। ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ১২ আইটেমের ১ হাজার টাকার একটি প্যাকেজ উপহার, যে সকল মানুষগুলো লজ্জা শরমের কারণে কারো কাছ থেকে চাইতে পারে না, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। ঐসকল পরিবারের জন্য আমাদের এই উপহার। আমরা সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে উপহারটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এলাকার বিত্তবানরা যদি আমাদের সাথে এগিয়ে আসেন তাহলে আমরা ভবিষ্যতে যেকোনো সামাজিক কাজে খুব সহজেই সহযোগিতা করতে পারবো এবং আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবো।’ তিনি আরো বলেন- আমরা রমজানের মাঝামাঝি সময়টা এ জন্য বেছে নিয়েছি যে, অনেকেই রোজার শুরুতে ইফতার দিয়ে থাকেন। যে ইফতার সামগ্রী দেওয়া হয় তা ১০/১২ দিন পর শেষ হয়ে যায়। রোজার শেষ সময় পর্যন্ত এ পরিবারগুলো খুশি থাকতে পারে তাই আমরা এই সময়টাকে নির্ধারণ করেছি।
১৫ রমজান, (২৬ মার্চ) মঙ্গলবার উপজেলার কড়ৈতলী চৌরাস্তায় ঈদ ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। শ্রীঘই ‘সেবার আলো’ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সেই সাথে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।