শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৮:৫৭

চাঁদপুর পৌরসভায় নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দ্রুত সব রাস্তার কাজই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে

-মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
দ্রুত সব রাস্তার কাজই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে

চাঁদপুর পৌরসভা তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প (UGIIP) - এর আওতায় নগর সমন্বয় কমিটি (TLCC)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ মার্চ বেলা ২টায় চাঁদপুর পৌরসভার পৌর পাঠাগারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

স্বাগত বক্তব্য রাখেন পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঁইয়া

নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র ত্রৈমাসিক সভা।

সভায় ইউজিআইআইপি প্রকল্পের সুষ্টু বাস্তবায়নের জন্য চাঁদপুর পৌরসভার নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকারণের উপর গুরুত্বারোপ করে টিএলসিসি’র সদস্যবৃন্দ বক্তব্য রাখেন এবং ত্রৈমাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত ও প্রস্তাবিত বিষয়াদি পৌরসভার কর্মকান্ডে বাস্তবায়ন করার উপর জোর দেন।

তারা বলেন, চাঁদপুর পৌর এলাকার রাস্তাঘাটের সমস্যা, যানজট নিরসন, জলাবদ্ধতা দুরীকরন, স্যানিটেশন, পরিছন্নতা কার্যক্রম, মশক নিধন, বিদ্যুত, পানি সরবরাহ সহ সকল নাগরিক সেবার মান উন্নত করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য  সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ করে টিএলসিসি'র সদস্যবৃন্দ চাঁদপুর শহরের রাস্তাগুলো প্রশস্তকরণে মেয়রের সাহসী ভূমিকার প্রশংসা করে দ্রুত এই কাজের বাস্তবায়ন, রাস্তার সংস্কার কাজ, হকারদের শৃঙ্খলার মধ্যে আনা, যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখাসহ বিভিন্ন সমস্যার উপর তাদের মতামত তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন টিএলসিসির সদস্য দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান

কাজী শাহাদাত, নাগরিক প্রতিনিধি ডাঃ মুস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি সাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমল কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, নাজমা আলম, খাদিজা আক্তার সোমা, শিল্পী ঘোষ, ফাতেমা আকতার প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভা প্রধান নির্বাহী প্রকৌশলী এএইচএম শামসুদোহা, সমাজসেবা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, নারী সংগঠক

মুক্তা পীযূষ, স্বাস্থ্য কর্মী বেবি সাহা,

  পৌরসভার কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন মিয়া মাঝি, খালেদা আক্তার, ফেরদৌসী আকতার, সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সোহেল রানা প্রমুখ।

এছাড়াও টিএলসিসি’র অন্য সদস্যবৃন্দ ও পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর কর্মচারী মোঃ হাসান শরিফ

ও গীতাপাঠ করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা চন্দ্রনাথ চন্দন।

সভা প্রধানের বক্তব্যে মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, চাঁদপুর পৌরসভার সবগুলো রাস্তার কাজের টেন্ডার হয়ে গেছে। আগামী দুই তিন মাসের মধ্যে আমাদের সব রাস্তার কাজই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আশা করি সামনের টি এলসিসির যে মিটিং হবে সেখানে আমরা অনেক অগ্রগতি দেখব এবং আমরা আবার নতুন প্রস্তাবনা নিতে পারব।

মেয়ের বলেন, যে কাজগুলো চলমান রয়েছে সেগুলো দ্রুত শেষ করা হবে । বিপণীবাগ রাস্তাটির ফুটপাতের কাজ শুরু হয়েছে। বিপনিবাগ ট্রাক রোড নুরীয়া স্কুল রাস্তার মেকাডোম কাজ হয়েছে। কাজের সুবিধার্থে সময় নিয়ে কার্পেটিং কাজ হবে। পুরান বাজার দোকানঘর পর্যন্ত রাস্তাটির টেকসই উন্নয়ন কাজ করা হবে।চার কোটি টাকার অর্থ বরাদ্দ আমরা সহসায় পেতে যাচ্ছি। কিছু রাস্তার ম্যাকাডম কাজ হয়েছে এখন কার্পেটিং এর কাজ বাকি রয়েছে।

আরোও কিছু রাস্তা প্রশস্ত করণ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মিশন রোড লেকেরপাড় এলাকা দিয়ে বিকল্প একটি রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়