বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১২:৫৪

হাজীগঞ্জ রোটারি ক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

পাপ্পু মাহমুদ
হাজীগঞ্জ রোটারি ক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

রোটারি ক্লাব অফ হাজীগঞ্জের ২০২১-২২ কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ও কলার বদল করা হয়ছে। শনিবার সন্ধ্যায় রোটারি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটির থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। এ সময় ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।

রোটারি ক্লাব অফ হাজীগঞ্জের ২০২০-২১ এর বিদায়ী প্রেসিডেন্ট রোটা: মাসুদ ইবনে মিজান নিশানের কাছ থেকে ২০২১-২২ কমিটির প্রেসিডেন্ট রোটা: মানিক রায় দায়িত্ব বুঝে নিয়ে কলার বদল করেন। অন্যদিকে ২০২০-২১ এর বিদায়ী সেক্রেটারি রোটা: খোরশেদ আলম শাওনের কাছ থেকে ক্লাবের দায়িত্ব বুঝে নেন ২০২১-২২এর সেক্রেটারি রোটা: জাকির মিয়াজী।

রোটারি ক্লাব অফ হাজীগঞ্জের ২০২০-২১ এর প্রেসিডেন্ট রোটা: মাসুদ ইবনে মিজান নিশানের বিদায়ী বক্তব্যের পর স্বাগত বক্তব্য রাখেন নবাগত প্রেসিডেন্ট মানিক রয়। এর পরই বিদায় প্রেসিডেন্ট নবাগত প্রেসিডেন্টকে এবং বিদায়ী সেক্রেটারি নবাগত সেক্রেটারিকে কলার পড়িয়ে দেন। এ সময় ক্লাবের সদস্যরা করতালি মাধ্যমে তাদের অভিনন্দন জানায়।

দায়িত্ব হস্তান্তর ও কলার বদল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ৩২৮২ এর রোটারি ইয়ার ২০২১-২২ এর এডিশনাল ডেপুটি গভর্নর রোটা পিপি বি এম আহসান কলিম পিএইচএফ। জেলা ৩২৮২ এর রোটারি ইয়ার ২০২১-২২ এর গভর্নর স্পেশাল এইড রোটা পিপি আলী আশরাফ দুলাল পিএইচএফ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, রোটা: পিপি রুহি দাস বনিক, রোটা: পিপি গৌতম সাহা, রোটা: পিপি জাফর আহমেদ, রোটা: পিপি আশফাকুল আলম চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটা: দেলোয়ার হোসেন মুন্সি, রোটা: আব্দুল হান্নান, রোটা: যুগল কৃষ্ণ হালদার, রোটা: আজাদ রহমান মাসুদ মজুমদার, রোটা: প্রান কৃষ্ণ সাহা, রোটা: শফিকুর রহমান মীর, রোটা: জাকির হোসেন লিটু ও রোটা: এস এম মানিক।

এ সময় উপস্থিত ছিলেন, রোটা: তোফায়েল আহমেদ, ট্রেজারার রোটা: মো: জাহাঙ্গীর হোসেন, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট উম্মে হানি মুক্তা, সেক্রেটারি সুজন দাস।

দায়িত্ব হস্তান্তর ও কলার বদল অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, রোটা পিপি জাফর আহমেদ ও গীতা পাঠ করেন, রোটা: পিপি গৌতম সাহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়