বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ১২:১৯

ফের মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব

কামরুজ্জামান টুটুল
ফের মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব

২য় বারের মমতো হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার গভনিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুনছুর আহমেদ বিল্পব। গত ২৫ আগষ্ট (বুধবার) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক মাদরাসার এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। মনছুর আহমেদ বিল্পব সাপ্তাহিক মানবখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি জাতীয় দৈনিক ভোরের কাগজের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সদস্য সচিব ও মাদ্রাসার সুপার মো. আল ফারুক, শিক্ষক প্রতিনিধি বদিউজ্জামান, অভিভাবক প্রতিনিধি মো. নাছির উদ্দিন।

আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত মুনছুর আহমেদ বিল্পব উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য, হাজীগঞ্জ সবুজ সংঘের আজীবন সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ১ম শ্রেনির ঠিকাদার (মেসার্স আদর এন্টার প্রাইজ) এবং হাজীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে দলিল লিখক হিসেবে কাজ করে আসছেন।

ফের মাদ্রাসার সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউওমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাদ্রাসার সুনাম ও শিক্ষার গুনগত মান ধরে রাখতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে মাদ্রাসাটি ভবিষ্যতে শতভাগ ফলাফলের মাধ্যমে এগিয়ে নিতে কাজ করে যযাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়