সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৫

হাজীগঞ্জ ফোরামের ২য় দিনের বই মেলায় ইউএনও তাপস শীল

সন্তানকে মোবাইল নয়, বই দিন

কামরুজ্জামান টুটুল
সন্তানকে মোবাইল নয়, বই দিন

‘অভিভাবকদের বলবো সন্তানদেরকে মোবাইল না দিয়ে বই দিন। বই পড়ে জ্ঞান আহরণের কোনো বিকল্প নেই। আজকে যারা শিশু-কিশোর, তারাই আমাদের দেশের পরবর্তী সময়ে নেতৃত্ব দিবে। তাই পরের প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে হবে। বই হোক আমাদের পরম বন্ধু’। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে তিনদিনব্যাপী বই মেলার ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতকে উদ্দেশ্য করে ইউএনও তাপস শীল বলেন, একটি প্রজন্মকে বিতার্কিক হিসেবে গড়ে তুলতে আপনার ভূমিকা প্রশংসনীয়। আমরা আপনার এ কাজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হাজীগঞ্জ ফোরাম যেসব ভালো কাজ করবে তার সব কাজে আমরা প্রশাসন পাশে থাকবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ ফুড লাভার্স পার্টি সেন্টারে অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, শিক্ষা কর্মকর্তা আবু ছাইদ চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহজামাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ গনি, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদাউস আহমেদ, একাডেমিক সুপারভাইজার সু-নির্মল দেউড়ি, সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।

ফোরামের সদস্য জাহিদ হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ফোরামের সহ-সভাপতি যুগল কৃষ্ণ হালদার, সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম চিশতী, সাংগঠনিক সম্পাদক ও মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আল আজাদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়