প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩১
কীটনাশক ঔষধ দিয়ে আলু ফসলী জমি নষ্ট করার অভিযোগ
মতলব দক্ষিণে কীটনাশক ঔষধ দিয়ে আলুর ফসলী জমি নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে । সরজমিনে জানা যায়, উপাদী গ্রামের খোকন প্রধানীয়া আলু খেতের জন্য কিটনাশক ক্রয় করে শান্তিনগর বাজারের কিটনাশক বিক্রেতা জীবন পালের কাছ থেকে। আলুর জমিতে কিটনাশক ছিটানোর কয়েক দিন পর আলু গাছ গুলো নষ্ট হয়ে যায় । এ বিষয়ে খোকন প্রধানীয়া উপজোলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও কৃষি কর্মকর্তা চৈতন্য পালের কাছে লিখিত অভিযোগ করেন ।
এ ছাড়াও একই এলাকার কৃষ্ণ কর্মকার, আঃ হামিদ ও রুহিদাসের জমির আলুর জমি নষ্ট হয়েছে একই কারনে ।
এ বিষয়ে খোকন প্রধানীয়া জানান আমি জীবন পালের কাছে থোকে কিটনাশক ক্রয় করে জমিতে ছিটানোর পরে আমার জমির আলু গাছ গুলো জ্বলে যায়। কেন গাছগুলো নষ্ট হয়েছে আমি তার কাছে জানতে গেলে সে আমাকে চাকু নিয়ে তেরে আশে ।
এ বিষয়ে জীবন পাল বলেন এ বিষয়ে আমাকে কেউ অভিযোগ করেনি। আমার নিজের আলু জমিই নষ্ট হয়ে গেছে ।
এ বিষয়ে উপজোলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন আমি অভিযোগ পেয়েছি । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।