শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৯

ফরিদগঞ্জে লেখক ফোরামের ‘চুড়ই ভাতি’ অনুষ্ঠান সম্পন্ন

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে লেখক ফোরামের ‘চুড়ই ভাতি’ অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবছরের ন্যায় এবারও ফরিদগঞ্জ লেখক ফোরাম আয়োজন করলো বাঙালীর হাজার বছরের পুরনো সংস্কৃতি ‘চুড়ই ভাতি’ অনুষ্ঠান। সংগঠনের সদস্যদের দিনভর পদচারণায় মুখরিত থাকে আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন মাঠ।

১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কবি সাহিত্যিকদের অক্লান্ত পরিশ্রম এবারের ‘চুড়ই ভাতি’ অনুষ্ঠানটি সফল হয়। বিশেষ করে সংগঠনের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারের নেতৃত্বে এক ঝাঁক তরুন- তরুণীর সারাদিনের কষ্টের ফল ২০২৪ এর চুড়ই ভাতি অনুষ্ঠান। সকাল থেকে কেউ চুলা তৈরীতে, কেউ লাড়কী সংগ্রহে, কেউ সবজি কাটা, কেউ মুরগি কাটা, কেউ ভর্তা বানাতে ব্যস্ত ছিলো। রান্নার মুল কারিগর ছিলো রাবেয়া আক্তার। তাকে সহযোগিতা করেছেন অনেকেই। বিশেষ করে দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সমাজ কল্যাণ সম্পাদক টিটু হোসাইন, সদস্য কুলসুমা আক্তার, রাজু, আজিম ও ফাতেমা। একদিকে রান্নার কাজ চলছে অন্যদিকে পাঠাগারে বসে কেউ কেউ সাহিত্য আড্ডাও দিচ্ছে। কেউ কেউ মাঠের বিভিন্ন কোনায় বসে পারিবারিক এবং ব্যক্তিগত আলাপচারিতাও সেরে নিচ্ছেন। সকালের দিকে মুড়ি বানানি এবং আচারের স্বাধ মিস করেছেন অনেকেই।

সংগঠনের সভাপতি আকবর হোসেন মনির জানান, সবার ব্যস্ততার কারণে এবার একটু দেরীতেই করতে হয়েছে অনুষ্ঠানটি। একই কারণে অনেকেই ইচ্ছে থাকা সত্তেও প্রিয় অনুষ্ঠানটিতে থাকতে পারেননি। কেউ কেউ দেশের বাহিরেও ছিলেন। ‘চুড়ই ভাতি’ বাঙালী সংস্কৃতির পুরনো এক অনুসঙ্গ। যা যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে। শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে এবং পুরনো স্মৃতিকে নতুন করে হৃদয়ে ধারণ করে সুন্দর একটি বছরের চলার পাথেয় হিসেবে আজকের এই আয়োজন। লেখক ফোরাম সব সময় ব্যতিক্রম এবং শেকড়ের সাথে আছে এবং থাকবে।’

সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার বলেন- ‘মানুষকে হাসানোর মধ্যে যেমন মজা আছে তেমনি করে খাওয়ানোর মধ্যেও অন্যরকম এক তৃপ্তি রয়েছে। যা ইতিবাচক চোখ দিয়ে দেখতে হয়, সিক্ত হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমি সেটা দেখতে পাই এবং অনুভবও করি। তাই প্রায় প্রতিবছর আমি নিজ দায়িত্বে রান্নার মতো এই গুরু দায়িত্বটুকু পালন করি। আমার রান্না খেয়ে যদি একজনও বলে মজা হয়েছে, তাহলে আমার সারাদিনের ক্লান্তি এক নিমেশেই শেষ হয়ে যায়।’

ফরিদগঞ্জ লেখক ফোরামের চুড়ই ভাতি অনুষ্ঠানে উপস্থিতির মধ্যে উল্লেখ যোগ্য হলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, ফরিদগঞ্জ রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও এফ. এম ফাউন্ডেশন’র চেয়ারম্যান মো.মাহবুবুর রহমান, বিশিষ্ট কবি ও গভেষক মো. ফরিদ হাসান, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কে.এম নজরুল ইসলাম, ফাতেমা আক্তার শিল্পী, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, ফরিদগঞ্জ প্রেসক্লাব পাঠাগার বিষয় সম্পাদক মাছুম তালুকদার, লেখক ফোরাম সিনিয়র সদস্য ফরিদ আহমেদ মুন্না, বিশিষ্ট আবৃত্তিকার ফাতেমা ইয়াছমিন, বিশিষ্ট তবলা বাদক সুব্রত দে প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়