বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ২১:২৭

মতলবের মোহনপুর পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় (দেখুন ভিডিও)

মাহবুব আলম লাভলু

করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি বাড়ায় সরকার ঘোষিত 'কঠোর বিধি-নিষেধ' পর্যটন কেন্দ্র ছিল বন্ধ। সরকার পর্যটন কেন্দ্রগুলো থেকে বিধি-নিষেধ তুলে নেওয়ার পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী পাড়ে অবস্থিত মোহনপুর পর্যটন লিমিটেডে বেড়েছে পর্যটকদের ভিড়।

ছুটির দিনে অসংখ্য মানুষের আগমনে জমে উঠেছে মেঘনার পাড়ের মোহনপুর পর্যটন স্পট। ২৭ আগস্ট শুক্রবার পর্যটন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়। পর্যটন কেন্দ্রে অন্য দিনের চেয়ে শুক্রবারের মানুষের ভিড় বেশি ছিল। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুবান্ধব নিয়ে এসেছেন।

মোহনপুর পর্যটনকেন্দ্র উল্লেখযোগ্য বিনোদন মধ্যে রয়েছে মূলফটকে ইলিশের বড় প্রতিচ্ছবি, মিঠা পানির বিচ, শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্ক, বিভিন্ন রাইড, থ্রি-স্টার ও ফাইভ-স্টার মানের হোটেল, রেস্ট হাউস, ক্যান্টিন, পিকনিক স্পর্ট, নৌকাভ্রমণ, মিনি শিশুপার্ক, রিভার ড্রাইভসহ খেলার মাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উন্মুক্ত মঞ্চ, মার্কেট, ওয়াচ টাওয়ার, প্রাথমিক স্বাস্থ্যসেবাসহ ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা।

পর্যটনে পর্যটন কর্তৃপক্ষ ও পর্যটক উভয়ই মানছেন স্বাস্থ্যবিধি। পর্যটন কর্তৃপক্ষ মাস্ক পড়া ছাড়া কোনো পর্যটককে পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেন না। স্বাস্থ্যবিধি মেনেই পর্যটকরা ভিতরে প্রবেশ করছেন।

মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন,সরকারের ঘোষনা অনুযায়ী মোহনপুর পর্যটন স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হবে। এখানে রয়েছে মিঠা পানির বীচ, উন্নত মানের দ্যা শীপ ইন্ নামের রেস্টুরেন্ট,উন্নতমানের কটেজ ও রিসোর্ট। শিশুদের জন্য রয়েছে থিম পার্ক। সৌন্দর্য্য বর্ধনের মনোরম বাগান ও লাভ গেইট। রয়েছে উন্নতমানের কফি শপ এবং মার্কেট। পুরো পর্যটন এলাকা জুড়ে রয়েছে হাই সিকিউরিটি ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষক নিরাপত্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়