শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৩

হাজীগঞ্জে রেলপথের পাশের বস্তি থেকে কিশোরের লাশ উদ্ধার

হাজীগঞ্জে রেলপথের পাশের বস্তি থেকে কিশোরের লাশ উদ্ধার
কামরুজ্জামান টুটু্ল

চাঁদপুর লাকসাম রেলপথের হাজীগঞ্জ রেলষ্টেশান সংলগ্ন বস্তির ঝুপড়ি ঘর থেকে মো. খলিল (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে খবর পেয়ে চাঁদপুর রেল পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে গলায় ঘামছা মোড়ানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। মো. খলিল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। সে তার মা সাফিয়া খাতুনের সাথে হাজীগঞ্জের উক্ত বস্তিতে বসবাস করে আসছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসান।

নিহত কিশোরের প্রতিবেশী নারী শরীফা বেগম জানান, খলিল তার মায়ের সাথে পৗরসভাধীন মকিমাবাদ গ্রামের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ সংলগ্ন পিছনে চাঁদপুর-কুমিল্লা রেলপথের পাশের বস্তির একটি ঝুপড়ি বসবাস করে আসছে। তার মা সাফিয়া বেগম ভিক্ষাবৃত্তি করে ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করতো।

মঙ্গলবার সন্ধ্যায় তিনিসহ খলিলের মা ভিক্ষা করে নিজ নিজ ঘরে আসেন। এরপরেই তিনি সাফিয়া বেগমের চিৎকার শুনে ওই ঘরে ছুটে যান। এসময় তিনি দেখেন ঝুপড়ি ঘরে গলায় ঘামছায় প্যাঁচানো খলিলের ঝুলন্ত মরদেহ এবং তা দেখে তার মা অচেতন হয়ে পড়েন। তাৎখনিক তিনি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে খলিলের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন এবং মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, উদ্ধারকৃত কিশোরের মরহেদ ময়নাতদন্তের জন্য আগামিকাল বুধবার সকালে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং তদন্তপূর্ব পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো: মাসুদ আলম জানান, আমি ঘটনাস্থলে আছি, হাজীগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়