শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৭

মতলবে শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

মতলব ব্যুরো
মতলবে শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা

মতলব দক্ষিণে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা নারায়নপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপ্রধানে মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আতাউর রহমান, অভিজিৎ দে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন খান, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাঈনুল ইসলাম টিপু, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণির ছাত্রী শিফা আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহাম্মদ।

এ সময় মতলব প্রেসক্লাবের সদস্য আবু সায়েম মাস্টার, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ মাসুদ রানা, বিদ্যোৎসাহী সদস্য আব্দুল লতিফ প্রধান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ইসলাম, ইকবাল হোসেন, অসীম গাইন, রিফাত পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়