শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:৫৩

খেলারত নিখোঁজ ২ শিশুর লাশ মিললো বাড়ির পুকুরে

খেলারত নিখোঁজ ২ শিশুর লাশ মিললো বাড়ির পুকুরে
কামরুজ্জামান টুটুল

খেলারত অবস্থায় নিখোঁজ হয় রাইসা ও ইয়াসিন নামের দুই ও দেড় বছর বয়সী দুই শিশু।

নিখোঁজের ঘন্টা খানেকের মধ্যে শিশুদেরকে বাড়ির পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে  শিশুদেরকে মৃত ঘোষনা করে দায়িত্বরত চিকিৎসক। এমন খবরে গ্রামে নেমে আসে শোকের ছায়া। ৩০ জানুয়ারী (মঙ্গলবার ) ভিন্নভাবে মর্মান্তিক আর হৃদয় বিদারক ঘটনাগুলো ঘটে  হাজীগঞ্জ পৌর এলাকায়। এর মধ্যে রাইসা পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের নানার বাড়িতে আর ইয়াসিন ৯ নং  ওয়ার্ডের কংগাইস গ্রামের নিজ বাড়ির পুকুরে ডুবে নিখোঁজ হয।  রাইসা উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের মেয়ে ও ইয়ামিন কংগাইশ গ্রামের মো. লিটনের ছেলে।

পুলিশ সূত্র জানায়,  এদিন বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় নানার বাড়ির উঠানে রাইসা ও ৯নং ওয়ার্ড কংগাইশ এলাকায় নিজ বাড়ির উঠানে খেলছিল ইয়ামিন। অনেকক্ষণ পর দুই শিশুকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে তাদের খোঁজ শুরু করেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না পেয়ে পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন।  খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে রাইসা আক্তার ও ইয়ামিন হোসেনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা (ইউএইচএফপিও) ডাঃ মো. গোলাম মাওলা নঈম জানান, শিশুদেরকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।

এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ চাঁদপুর কন্ঠকে জানান, শিশু দ্বয়ের পরিবারের আবেদন প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়