শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ২১:১০

সাংবাদিক হাবীবের বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

হাজীগঞ্জ ব্যুরো
সাংবাদিক হাবীবের বাবার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

দ্যা ডেইলি অবজারভার ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি দৈনিক ইলশেপাড় পত্রিকার হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ  সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্'র বাবা মরহুম মোহাম্মদ হারুন অর রশিদের চর্তুথ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ এশা টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। 

এরপর মরহুমের কবর জিয়ারত করা হয়। মাহফিল ও কবর জিয়ারতে মরহুম হারুন অর রশিদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা বিএম মাহ্দী হাসান। জিকির পরিচালনা করেন, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুবায়ের আহমেদ।

দোয়া মাহফিলে বদিউল আলম মজুমদার, দেলোয়ার হোসেন, আম্বর আলী, মো. জসিম উদ্দিন মজুমদার, মরহুমের ছেলে মেসার্স হারুন টাইলস্ এন্ড স্যানেটারির পরিচালক মো. রাসেদ, আজিজুল ইসলাম রানাসহ পরিবারের অন্যান্য লোকজন ও মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের ভুঁইয়া বাড়ির মরহুম মো. জয়নাল আবেদীনের বড় ছেলে মোহাম্মদ হারুন অর রশিদ ২০২০ সালের ২৫ জানুয়ারি অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়