প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ২১:৪৫
হাজীগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিলেন আহসান হাবীব অরুন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রর্থীতা ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আহসান হাবীব অরুন। হাজীগঞ্জ পৌর এলকার মকিমাবাদ গ্রামের সন্তান আলহাজ্ব আহসান হাবীব অরুন গত শুক্রবার বাদ আসর বিয়ে বাড়ি নামের একটি কমিউনিটি সেন্টারে জনাকীর্ন হলরুমে এই প্রার্থীতা ঘোষনা করেন।
হাজীগঞ্জে কর্মরত সকল গনমাধ্যমকর্মীদের সন্মানে দেয়া ঐ সময় গনমাধ্যমে কর্মরত সকল সাংবাদিকগন ছাড়া ও প্রায় অর্ধশত আওয়ামীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচনে প্রর্থীতা ঘোষনার পাশাপাশি তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ঘোষনা করে জানান, আমি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির হাত ধরে আওয়ামীলীগে যুক্ত হই। সেই থেকে আমার এই ৬০ বছর বয়স পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশের রাজনীতি করি। তারঁই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষে আমি কাজ করে যাচ্ছি। আমাদের সফল সংসদ সদস্য মাননীয় মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তমের পাশে থেকে আমি আওয়ামীলীগের রাজনীতির আদর্শ থেকে এক চুল ও বিচ্যুত হইনি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আর আমার রক্তে আওয়ামীলীগ মিশে আছে। একটু ভিন্ন বিষয়ে আলহাজ্ব আহসান হাবীব অরুন বলেন, মকিমাবাদ গ্রামে আমার পৈত্রিক সম্পত্তি ছাড়া আমি নিজে সৎ পথে রোজগার করি। হাজীগঞ্জ বাজারে আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া ও বাড়ি ভাড়া, বালির ব্যবসা, প্রথম শ্রেনীর ঠিকাদারীসহ নানান ব্যবসা রয়েছে। আমার ছেলেরা পড়ালেখায় উচ্চ শিক্ষিত ও নিজেরা সাবলম্বী তাই আমি নির্বাচিত হলে উপজেলা থেকে নেওয়ার মতো কিছুর প্রয়োজন হবে না আমার ।
উল্লেখ্যে আলহাজ্ব আহসান হাবীব অরুন হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যান ও জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা, সুহিলপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা
পর্ষদের সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি, একাধিক মসজিদ মাদ্রাসার সভাপতি পদে আসীন রয়েছেন। এছাড়া ও তিনি একাধিক বার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারন সম্পাদক সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছিলেন।