শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:৩০

শীতের দাপট কমছে না ,আবারও আসছে শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
শীতের দাপট কমছে না ,আবারও আসছে শৈত্যপ্রবাহ

মৃদু শৈত্যপ্রবাহের দাপটে কয়েকদিন ধরে শীতে কাঁপছে চাঁদপুর। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতার্ত মানুষের মাঝে সরকার থেকে বরাদ্দকৃত কম্বল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নস্থানে বিতরণ করা হচ্ছে। চাঁদপুর সদর উপজেলা পরিষদ ৪ হাজার ২০০ কম্বল বিতরণ করেছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।

৭ জানুয়ারি, ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন থেকে চাঁদপুরে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করে শীত। সঙ্গে নিচে থামতে থাকে তাপমাত্রার পারদ। এতে কনকনে শীতে সর্বত্রই বাড়ে ভোগান্তি। গত দুইদিন সূর্যের আলো দেখা দিলেও শীতের তীব্রতা কমছে না। মৃদু শৈত্য প্রবাহে নাকাল সব বয়সের মানুষ।

তবে বর্তমান পরিস্থিতির মাঝেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, শৈত্যপ্রবাহের দাপট কিছুটা কমে আসলেও এখনই রেহাই মিলছে না। কিছুদিন পরেই ধেয়ে আসছে আরও একটি শৈত্যপ্রবাহ।

এদিকে, গতকালও সূর্যের উঁকি দেয়ার পর শীত কিছুটা কম অনুভূত হলেও আজ থেকে দু-তিন দিন পরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আবার হানা দেবে শৈত্যপ্রবাহ। ফলে তখন ফের তীব্র শীত অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৮ থেকে ১৯ জানুয়ারির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই বৃষ্টিপাত হলে ঘন কুয়াশা কেটে সূর্যের দেখা মিলবে। ২০ জানুয়ারির পর আবারও একটি শৈত্যপ্রবাহ হানা দিতে পারে। তবে শীতলতম মাস জানুয়ারিতে অতি বা তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম।

এদিকে, আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) পূর্বাভাসে সারাদেশেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস বলা হয়েছে। এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। সেই সঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও দেশের কোথাও কোথাও দিনেও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

অন্যদিকে,তীব্র শীতের কারণে মাধ্যমিক পর্যায়ের স্কুল বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনা অনুযায়ী- যেসব জেলায় তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামবে, সেখানে স্কুল বন্ধ রাখা যাবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নেমে যাবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়