শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ২১:৩৭

মতলব উত্তরে শিক্ষার্থী ও অভিভাবকের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে শিক্ষার্থী ও অভিভাবকের ওপর কিশোর গ্যাংয়ের হামলার প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্র ও তার বাবার উপর কিশোর গ্যাংয়ের হামলা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী এ মানববন্ধন করেন। জানা যায়, গত সোমবার দশম শ্রেণির ছাত্র রাব্বি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে মারধর করে। পরে তার বাবা কবির হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিচার দেয়ায় তারা আরো বেপরোয়া হয়ে রাব্বির বাবাকে চাইনিজ কুড়াল দিয়ে মুখে কোপ দেয়।

ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকালে মানববন্ধন করে। এতে বক্তব্য রাখেন দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষাক স্বপন কুমার সূত্রধর, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোকবুল হোসেন মোল্লা, দুর্গাপুর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য হাসামত আলী প্রধান, ৭নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ-আলম প্রধান, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাদল, সাবেক ইউপি সদস্য বাবুর আলী, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কমিটির সদস্য সাগর প্রধান, আরিফ প্রধান, জাহাঙ্গীর প্রধান, সমাজসেবক আনোয়ার হোসেন মুন্সীসহ ছাত্র-ছাত্রীরা।

বক্তারা বলেন, দুর্গাপুর এলাকার আরিফ, শাওন, মহিনসহ আরো ক’জন মিলে রাস্তায় দাঁড়িয়ে থেকে স্কুলে আসা যাওয়ার সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে। কেউ প্রতিবাদ করলে মারধর ও হুমকি দেয়। তাই ভয়ে কেউ কিছু বলে না। গত সোমবার দশম শ্রেণির ছাত্র রাব্বি প্রতিবাদ করায় তাকে মারধর করে। পরে তার বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিচার দেয়ায় তার বাবাকে চাইনিজ কুড়াল দিয়ে মুখে কোপ দেয়। মানববন্ধনকারীরা কিশোর গ্যাংয়ের দ্রুত বিচারের দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়