বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১৮:১০

মেঘনায় ২টি ড্রেজার ও ২টি বালুবাহী বাল্কহেডসহ ১৬ জনা আটক

মেঘনায় ২টি ড্রেজার ও ২টি বালুবাহী বাল্কহেডসহ ১৬ জনা আটক
অনলাইন ডেস্ক

আজ ২১ ডিসেম্বর রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে চাঁদপুর সদর মেঘনা নদীতে মোবাইল কোটের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লে. ক. মাসহাদ উদ্দিন নাহিয়ান এর পরিচালনায় কোস্টগার্ডের একটি দল।

অভিযান পরিচালনাকালে মেঘনা নদীতে হরিণা ফেরিঘাটের বিপরীতে গুচ্ছগ্রামের সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বালুবাহী বাল্কহেডকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় অবৈধভাবে বাল উত্তোলনের সাথে জড়িত মোট ১৬ জন কে আটক করা হয়। আটককৃতদের পমধ্য থেকে ১৩ জনকে বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। বাকি ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত দুটি ড্রেজার ও দুটি বাল্ক হেড জব্দ করা হয়। আটককৃত মালামাল স্টেশন কমান্ডার কোস্টগার্ডের জিম্মায় রাখা হয়েছে। আটকৃতদের কয়েদী ফরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়