শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮:১৪

কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান জাতীয় বিজয় দিবস উদযাপন

কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান জাতীয় বিজয় দিবস উদযাপন
মোহাম্মদ মহিউদ্দিন ও ফরহাদ চৌধুরী

কচুয়ায় যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান জাতীয় বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার ১৬ ডিসেম্বর সকালে কচুয়া উপজেলা পরিষদ মাঠে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পাশাপাশি বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান

ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া

পৌরসভার পক্ষে মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কচুয়া থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং ওসি (তদন্ত) মো. হারুন অর-রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে প্রশাসক মোঃ ইকবাল

হাসান, সাবেক কমান্ডার আ: মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া প্রেসক্লাবের

পক্ষে সহ-সভাপতি আতাউল করিম ও মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের নেতৃত্বে অন্যান্য সাংবাদিকবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ

সমিতি-১ কচুয়া জোনাল অফিসের পক্ষে সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম খোকা ও কচুয়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ, কচুয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেবের

নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুষ্প অর্পণ

করা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় স্তম্ভ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকালে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা

পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

দুপুরে স্থানীয় সরকারী হাসপাতাল, এতিমখানা ও সরকারী আশ্রয় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, অন্যান্য উপসানালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বিকেলে বীর উত্তম সিরাজুল মাওলা একাদশ বনাম শহীদ মহিব উল্ল্যা বীর বিক্রম একাদশ ও উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিলমিল সাংস্কৃতিক সংঘ ও

উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা

হয়েছে।

একই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়