শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৫১

চাঁদপুরে বিজয় দিবসে শিক্ষামন্ত্রীসহ সর্বস্তর মানুষের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বিজয় দিবসে শিক্ষামন্ত্রীসহ সর্বস্তর মানুষের শ্রদ্ধা

চাঁদপুর জেলায় দিন ব্যাপী  নানা কর্মসূচির  মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।১৬ ডিসেম্বর শনিবার ভোর ৬.৩৪ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ অঙ্গিকার পাদদেশে। এছাড়া ও সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রথমেই স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এরপর জেলা প্রশাসক কামরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, পৌর মেয়র, জেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন,  বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, জেলা বিএনপি ও অংগ সংগঠন, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্বাধীনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক।

এ সময় পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন। এছাড়াও  দিনের অন্যন্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধের সংবর্ধনা। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী,মুক্তিযুদ্ধ  ও জাতির পিতা  বঙ্গবন্ধুকে  নিয়ে  ডকুমেন্টারি বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন,

বিজয় দিবস ক্রীড়ানুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও সকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়