শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৯:০৩

চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল হাইয়ের ইন্তেকাল

গোলাম মোস্তফা
চাঁদপুরের বিশিষ্ট   চিকিৎসক ডাঃ আব্দুল হাইয়ের ইন্তেকাল

চাঁদপুরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ... রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর।

জানা যায়, মরহুম ডাঃ আঃ হাই বাধক্য জনিত কারণে ঢাকাস্থ বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারিরীক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে

১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনি ৪ ছেলে ৪ মেয়ের জনক ছিলেন।

মরহুম ডাঃ আঃ হাই দীর্ঘ ২ যুগের ও অধিক সময়ে চাঁদপুর পৌর সভার মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চাঁদপুর রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য ছিলেন।

তিনি জেলা বিএমএ এর বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুরের একমাত্র প্রথম চিকিৎসক যিনি দীর্ঘ সময়ে কাতারে চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা দেন।

এছাড়াও ডাঃ আঃ হাই চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। ১৬ ডিসেম্বর সকাল ১১ টায় চাঁদপুর শহরের পুরান বাজার ৩ নং ওয়ার্ডস্হ আখন্দ বাড়ি প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের সূত্র জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়