প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০৫
চাঁদপুরে পিতার নির্বাচন করা হলো না মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে দীপু চৌধুরীর ইন্তেকাল
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে যুবলীগ কেন্দ্রীয় নেতা সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) আর বেঁচে নেই।
|আরো খবর
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল প্রেরিত শোক বার্তায় মৃত্যুর এই খবর নিশ্চিত করা হয়।
দীপু চৌধুরী স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে গত মঙ্গলবার (২৮ নভেম্বর) তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় পরদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে বাবার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দীপু। তবে আওয়ামী লীগ থেকে তিনি মনোনয়ন পাননি, পেয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
পিতার আসন চাঁদপুর ২ মতলবে আজ নির্বাচন করা হলো না দিপু চৌধুরী।সবাইকে কাঁদিয়ে অকালে চলে গেলেন দুনিয়ার মায়া ত্যাগ করে।