শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৮:৪৭

চান্দ্রা দক্ষিণ বালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন

স্টাফ রিপোর্টার
চান্দ্রা দক্ষিণ বালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন

গত ২৬ নভেম্বর রাত ২টায় চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ .বালিয়া গ্রামের রৌওশন আলী মিজি বাড়ির আমির হোসেন মিজি ও রিয়াদ হোসেন মিজির দুটি ঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণে প্রয়োজনীয় কোনো মালামাল সরাতে পারেনি বিধায় পরিবার দুটি একেবারে নিঃস্ব হয়ে পড়ে। উক্ত দুর্ঘটনার খবর শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন সাথে সাথেই ১২নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারীকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেয়ার নির্দেশনা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সকল তথ্য জানার পর গতকাল সোমবার বেলা ১২টায় ইসলামী আন্দোলন জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিনের নেতৃত্বে জেলার একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এ সময় অসহায় পরিবারের জন্যে দুই বান্ডেল ঢেউটিন, পারিবারিক রান্নার সরঞ্জামাদী, শাড়ি-কাপড় লুঙ্গী সহ শীতের পোশাক এবং নগদ অর্থ প্রদান করা হয়।

শেখ মুহাম্মদ জয়নাল আবদিন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ মানবতার কল্যাণে সর্বদা দেশবাসীর পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ্। তিনি আরো বলেন, এলাকার বিত্তশালী যারা আছেন সকলে এ অসহায় পরিবারের পাশে দাঁড়ান যাতে, তারা পুনরায় মাথা গোজার ঠাঁইটুকু করে নিতে পারে এবং স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসতে পারে।

দয়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নূরুল আমিন, জেলা সেক্রেটারি কেএম ইয়াছিন রাশেদ সানী, সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমদ, অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসাইন, চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, অত্র ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারি মাসুদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়