শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ২১:৫১

যমুনাঘাট ভাঙন এলাকার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

যমুনাঘাট ভাঙন এলাকার কাজ  পরিদর্শনে জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহর রক্ষাবাঁধের ভাঙ্গন কবলিত যমুনা ঘাট এলাকার নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান।

৩১ অক্টোবর ২০২৩ তারিখ চাঁদপুর জেলার সদর উপজেলার যমুনাঘাট সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগের মাধ্যমে শহর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক, পূর্বাঞ্চল বাপাউবো, ঢাকা, মোঃ জাকির হোসেন, অতিঃ প্রধান প্রকৌশলী, পূর্বাঞ্চল বাপাউবো, কুমিল্লা, মোঃ আবুল খায়ের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চাঁদপুর পওর সার্কেল, বাপাউবো, চাঁদপুর এবং নির্বাহী প্রকৌশলী, বাপাউবো, চাঁদপুর মোঃ জহুরুল ইসলাম সহ নদী ভাঙ্গন রোধ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।

জেলা প্রশাসক বলেন, নদী ভাঙনের মতো নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে বিপুলসংখ্যক মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে, ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি। এজন্যই চাঁদপুর জেলার সংশ্লিষ্ট এলাকায় নদীর গতিবিধি ও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ দ্বারা শহর সংরক্ষণ প্রকল্পের এই উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে,বর্ষা শেষে চাঁদপুর মেঘনা ডাকাতিয়া ও ধনাগোদা এই তিন নদীর পানি দ্রুত কমতে শুরু করেছে।

এই সময় চাঁদপুরে নদী ভাঙ্গন দেখা দেয়। চাঁদপুর লঞ্চ ঘাট সংলগ্ন বড় স্টেশন যমুনা ঘাট এলাকায় নদীর গভীরতা অনেক বৃদ্ধি পাওয়ায় স্থানটি আবারো ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতির খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পানি উন্নয়ন বোর্ড সেখানে বালুভর্তি জিওব্যাগ ফেলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়